Site icon Jamuna Television

থাইল্যান্ডে মিয়ানমারের যুদ্ধবিমানের অনুপ্রবেশ, ব্যাংককের হুঁশিয়ারি

থাইল্যান্ডে অনুপ্রবেশ ঘটালো মিয়ানমারের যুদ্ধবিমান! বৃহস্পতিবার (৩০ জুন) এ ঘটনা ঘটনায় প্রতিবেশী জান্তা সরকারকে হুঁশিয়ার করেছে, ব্যাংকক। খবর ব্যাংকক পোস্টের।

এয়ার ভাইস মার্শাল প্রাপাত সোনজাইদি জানান, সীমান্ত এলাকায় সকাল ১১টা নাগাদ দেখা যায় দুটি ‘মিগ ২৯’। বেশ কয়েকবারই চক্কর দেয় তাক প্রদেশের আকাশসীমায়। সেখানকার স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় জারি করা হয় সতর্কবার্তা। সবাই আশ্রয় নেন নিরাপদ বাংকারে। সজাগ অবস্থানে ছিলো স্থানীয় লোকালয়গুলো।

অনুপ্রবেশের ঘটনায়, এখনো কোন মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা প্রশাসন। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরই, সীমান্তের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে দমনে অভিযান চালাচ্ছে সেনা সরকার। গেলো কয়েক সপ্তাহে, কারেন অঞ্চল থেকে থাইল্যান্ডে পালিয়ে গেছেন তিন শতাধিক মানুষ।

এটিএম/

Exit mobile version