Site icon Jamuna Television

বিহারী ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক

মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের থেকে প্রায় শতাধিক ব্যক্তিতে আটক করেছে র‍্যাব। সকাল সাড়ে দশটার দিকে বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

তবে আটককৃতদের মধ্যে সবাই মাদক ব্যবসায়ী কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে র‍্যাব। সকালে র‍্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের ধরতে বিহারী ক্যাম্প এলাকায় অভিযান শুরু করে। অভিযানে মাদক বিক্রির অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version