Site icon Jamuna Television

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। ফাইল ছবি।

বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ শুক্রবার (১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় তিন বছর পর চলতি বছরের ২ জানুয়ারি ১ বছরের জন্য ইব্রাহিম ফরাজীকে সভাপতি এবং আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। উক্ত কমিটিতে ১৯ জনকে সহসভাপতি, সাতজনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতজনকে সাংগঠনিক সম্পাদকও করা হয়।

জেডআই/

Exit mobile version