Site icon Jamuna Television

বড় ভাইয়ের জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্ত হাজী সেলিম

ফাইল ছবি

ঢাকা-৭ আসনের কারাবন্দি এমপি হাজী মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মৃত্যুবরণ করেছেন। বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম।

শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে কারাবন্দি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের বড় ভাই হাজী কায়েস রাজধানীর শ্যামলীতে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পাওয়ার পরপরই প্যারেলে মুক্তির আবেদন করেন হাজী সেলিম।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ধক্যজনিত কারণে হাজী কায়েস মারা যান। তার নামাজে জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুম্মার নামাজের পর অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বড় ভাইয়ের জানাজার নামাজ ও দাফনে অংশগ্রহণের জন্য হাজী মো. সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।

এ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, হাজী মো. সেলিম প্যারোলে মুক্তি পেয়েছেন। তার ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিনি আবেদন করেছিলেন।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত। ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয় চিকিৎসার কথা বলে। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসপাতালেই আছেন এ সংসদ সদস্য।

/এসএইচ

Exit mobile version