Site icon Jamuna Television

পাকিস্তান ফুটবল থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো ফিফা

ছবি: সংগৃহীত

পাকিস্তান ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (৩০ জুন) ফিফা জানায়, পাকিস্তানের ওপ্র থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা।

২০২১ সালের এপ্রিলে ‘অযাচিত তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ জেরে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানের ফুটবল। মূলত দেশটির ফুটবলে নির্বাচিত কমিটি নিয়ে উঠা বিতর্ককে ঘিরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো। ২০১৮ সালের নির্বাচনে সভাপতি হওয়া আশফাক হুসেইন শাহকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল ফিফার নরমালাইজেশান কমিটি।

নিষেধাজ্ঞা তুলে ফিফা জানিয়েছে, এখন যদি কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে তবে আবারও নিষিদ্ধ করা হবে দেশটির ফুটবল।

আরও পড়ুন: ফুটবলারদের সেরা একাদশ ঘোষণা করলো মার্কা, রোনালদোর ২ ধাপ পেছনে মেসি

/এম ই

Exit mobile version