Site icon Jamuna Television

নড়াইলে অধ্যক্ষকে অপমানের ঘটনায় ডিসি-এসপির গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি।

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অবমাননার ঘটনা প্রতিহতে ডিসি-এসপির গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১ জুলাই) বিকালে তেজকুনি পাড়া মাঠে তেজগাঁও থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

অনুষ্ঠানের বক্তৃতায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানাতে হবে। সামনে নির্বাচন, তাই দলকে সুসংগঠিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ড. রতন সিদ্দিককে বাসার সামনে নাস্তিক অভিহিত করে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি তেমন কিছু জানেন না।

ইউএইচ/

Exit mobile version