Site icon Jamuna Television

স্টেডিয়ামে ঢুকতে না দেয়ায় গলে প্ল্যাকার্ড হাতে হাজির সরকারবিরোধী সমর্থক

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার ঢেউ আছড়ে পড়েছে গল টেস্টে। অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচে স্টেডিয়ামে ঢুকতে না দেয়ায় গল দুর্গে প্ল্যাকার্ড হাতে হাজির হয়েছিল সরকারবিরোধী বেশ কিছু সমর্থক।

ব্যানার-ফেস্টুনে নিজেদের প্রতিবাদী ভাষা প্রকাশ করছিলেন সরকারবিরোধী সমর্থকেরা। পরিস্থিতি বেগতিক দেখে দেশটির সেনা ও পুলিশ সদস্যরা খেলা দেখতে আসা সেসব সমর্থকদের তাড়িয়ে দেয়। সরকারবিরোধী দর্শকদের টিভিতে না দেখানোর জন্য নির্দেশ দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে বার কাউন্সিল অব শ্রীলঙ্কা জানিয়েছে, দর্শকদের খেলা দেখার সুযোগ বঞ্চিত করা আইনের পরিপন্থী।

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কা অবশ্য মাঠেও খুব বেশি সুবিধা করতে পারেনি। গল টেস্টে আড়াই দিনেই অস্ট্রেলিয়ার কাছে পরাজয় বরণ করে দিমুথ করুনারত্নের দল।

আরও পড়ুন: গল টেস্টে অজিদের কাছে শ্রীলঙ্কার ১০ উইকেটের পরাজয়

/এম ই

Exit mobile version