Site icon Jamuna Television

ট্রাম্পের হুমকি কুকুরের ঘেউ ঘেউ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ‘উত্তর কোরিয়া ধ্বংস হয়ে যাবে’ ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানালো পিয়ংইয়ং।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্কে প্রথমবাবের মতো ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি হামলার সম্মুখীন হয় তাহলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস ধ্বংস করে দেবে ওয়াশিংটন।’

জবাবে বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো বললেন, ট্রাম্পের হুমকিতে তার দেশ থেমে থাকবে না।

গত কয়েক মাস ধরে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কোরীয় দ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উভয় দেশের মধ্য হুমকি-ধমকি চলছে। সম্প্রতি জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর সাংবাদিকরা ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানতে চান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’র কাছে। বুধবার নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘কথায় আছে যে, কুকুর ঘেউ ঘেউ করলেও কুচকাওয়াজ বন্ধ থাকে না।’

‘তারা যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমাদেরকে ভীতি প্রদর্শনের চেষ্টা করে তাহলে তারা পরিষ্কারভাবে দুঃস্বপ্নের মধ্যে আছে।’

/কিউএস

Exit mobile version