Site icon Jamuna Television

বৈধতা থাকার পরও হলে উঠতে না পেরে রাবির হলের সামনে শিক্ষার্থীদের অবস্থান

রাজশাহী ব্যুরো:

বৈধতা থাকার পরও আবাসিক হলে উঠতে না পেরে সিটের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১ জুলাই) রাত ৮টার দিকে ৪৪ জন শিক্ষার্থী আবাসিকে হলের সিটে ওঠা নিশ্চিত করতে আন্দোলন শুরু করে। বরাদ্দকৃত সিট না পাওয়া পর্যন্ত অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে, গত ২৩ জুন সোহরাওয়ার্দী হলের প্রোভোস্ট ড. জাহাঙ্গীর হোসেন বিজ্ঞপ্তি দিয়ে অবৈধ ৭২ শিক্ষার্থীকে বের করে বৈধ ৪৪ শিক্ষার্থীকে রুমে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণা অনুযায়ী আজ বিকেলে আবাসিকতা প্রাপ্ত শিক্ষার্থীরা হলের সামনে উপস্থিত হন। রাত আটটা পর্যন্ত অপেক্ষার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্ধারিত রুমে তুলে দিতে না পারায় হল গেটে অবস্থান নেন তারা।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা

জেডআই/

Exit mobile version