Site icon Jamuna Television

এখনও উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তরের নতুন অন্তর্ভুক্ত কয়েকটি ওয়ার্ড

আধাঘণ্টার বৃষ্টিতে এভাবেই পানিতে ডুবে যায় দক্ষিণখানের রাস্তাঘাট।

সারাদেশে উন্নয়ন ছোঁয়া লাগলেও এখনও উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত কয়েকটি ওয়ার্ড। খোড়াখুড়ি আর জলমগ্ন রাস্তায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেসব এলাকার কয়েক লাখ মানুষ। এলাকাবাসীর দাবি, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট। এবার অবশ্য ওয়ার্ড কাউন্সিলর কাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা বেধে দিলেন। বললেন, সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ঈদের পরেই শুরু হবে কাজ।

এ যেন ‘প্রদীপের নিচে অন্ধকার’ প্রবাদ বাক্যটির বাস্তবরূপ। উন্নয়নে জোয়ারে সারাদেশে ভাসলেও, উত্তর সিটি করপোরেশনের বেশ কিছু সড়ক সামান্য বৃষ্টিতেই এখনও তলিয়ে যায় পানিতে।

দক্ষিণখানের গণকবরস্থান থেকে চৈতি গার্মেন্টস পর্যন্ত সড়কটিতে প্রতিদিন যাতায়াত হাজারও মানুষের। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২০১৯ সালে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত হলেও এখনও ভাগ্য বদলায়নি ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের। তাদের অভিযোগ, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় এই রাস্তায়। বৃষ্টিতে জমা সেই হাঁটু পানি অতিক্রম করেই তাদের যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে।

ওয়ার্ড কাউন্সিলর শোনালেন আশার বাণী। ঈদের পরেই শুরু হবে ড্রেনেজ ব্যবস্থাসহ ওয়ার্ডের ৪ সড়কের কাজ। দক্ষিণখান ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোতালেব বললেন, ঈদের পরে ইনশাআল্লাহ ৪টা রাস্তার কাজই শুরু হবে। কাউন্সিলর আরও জানালেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে রাস্তার কাজ। যা শেষ হলে কেটে যাবে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি।

/এসএইচ

Exit mobile version