Site icon Jamuna Television

টানা দুই দিনের রুশ হামলায় বিপর্যস্ত ওডেসা, নিহত ২১

ওডেসার একটি বিধ্বস্ত ভবন।

টানা দ্বিতীয় দিনের মতো রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ওডেসা শহর। বন্দর নগরীটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। খবর এএফপির।

ওডেসা নগর কর্তৃপক্ষ জানায়, শনিবার (২ জুন) রাতভর ওডেসায় চলে ক্ষেপণাস্ত্র হামলা। এ সময় ওডেসার উপকণ্ঠে একটি অবকাশ যাপন কেন্দ্রে মিসাইলের আঘাতে প্রাণ যায় ৫ জনের। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গেছে।

এর আগে ওডেসার একটি আবাসিক ভবনে রুশ হামলায় প্রাণ যায় ১৬ জনের। বন্দর নগরীটির নিয়ন্ত্রণ নিতে সেখানে সেনা সংখ্যাও বাড়িয়েছে মস্কো। এদিকে গোলাবর্ষণ অব্যাহত আছে লুহানস্কের শহর লিসিচানোস্কেও। রুশ হামলার তীব্রতায় প্রাণ বাঁচাতে শহরটি ছাড়তে মরিয়া সেখানকার নাগরিকরা। জীবন বাঁচাতে অনেকে আশ্রয় নিচ্ছেন বাংকারে।

/এসএইচ

Exit mobile version