Site icon Jamuna Television

কমলাপুরে টিকেটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়, অনলাইনে টিকেট না পাওয়ার অভিযোগ

কমলাপুর রেল স্টেশনের টিকেট কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়।

আসন্ন ইদুল আজহার ছুটিতে রাজধানী থেকে ঘরে ফিরতে চান এমন মানুষদের উপচে পড়া ভিড় এখন কমলাপুর রেল স্টেশনে। আগাম টিকেট পেতে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে এখন টিকেটপ্রত্যাশীদের লম্বা লাইন। এদিকে অনলাইনে টিকেট না পাওয়ার অভিযোগের সাথে রয়েছে টাকা কেটে নিয়েও টিকেট না দেয়ার অভিযোগও।

আজ শনিবার (২ জুলাই) আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিন দেয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট।

টিকিট নামের সোনার হরিণ দেখতে কেউ এসেছেন আগেরদিন দুপুরে, কেউ বিকেলে কেউ বা সন্ধ্যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যারা টিকেট পেয়েছে তারা তো খুশি। কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছেন তারা সবাই টিকেট পাবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

নিয়ম অনুযায়ী, অর্ধেক টিকেট অনলাইনে ও বাকি অর্ধেক টিকেট স্টেশনের কাউন্টার থেকে দেয়ার কথা থাকলেও অনলাইনে টিকেট না পাওয়ার অভিযোগ রয়েছে। আছে টাকা কেটে নিলেও টিকেট না দেয়ার অভিযোগও।

প্রসঙ্গত, কমলাপুর ছাড়াও রাজধানীর আরও চারটি স্থান থেকে দেয়া হচ্ছে রেলের আগাম টিকিট।

/এসএইচ

Exit mobile version