Site icon Jamuna Television

উইম্বলডন টেনিস: সহজ জয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

ছবি: সংগৃহীত

উইম্বলডন টেনিসে সহজ জয়ে আসরের চর্তুথ রাউন্ডে উঠলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। এছাড়া ৩য় রাউন্ডে জয় পেয়েছেন জেনিক সিনার। নারীদের এককে এঞ্জেলিক কেরবার বিদায় নিয়েছেন এলিসা মেরটেন্সের কাছে হেরে। তবে ৩য় বাছাই তিউনিশিয়ার ওন্স জাবের জয় পেয়েছেন সরাসরি সেটে।

শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে কোন প্রতিদ্বন্দিতাই জানাতে পারেননি তারই স্বদেশি মিওমির কেচম্যানোভিচ। ২২ বছর বয়সী মিওমিরকে প্রথম সেট ৬-০ পয়েন্টে হারানোর পর ২য় সেটে কিছুটা প্রতিরোধের মুখে পড়েন। কিন্তু জোকোভিচের সামনে কোনো কিছুই কাজে আসেনি।

৬-৩ পয়েন্ট ব্যবধানে ২য় সেট জয়ের পর ৩য় সেটে ৬-৪ পয়েন্ট ব্যবধানে জয় তুলে নেন শীর্ষ বাছাই তারকা। পা রাখেন ৪র্থ রাউন্ডে। যেখানে তার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ভ্যান রিজতোভেন।

দিনের আরেক খেলায় জন ইসনারের সাথে বেশ ভালোই লড়াই হয় জেনিক সিনারের। সরাসরি সেটে সিনার জয় পেলেও, পুরুষদের ইতিহাসে সর্বোচ্চ এইচ মারার রেকর্ড এদিন গড়েছেন জন ইসনার। কারলোভিচের ১৩ হাজার ৭২৮ এইস ছাড়িয়ে এখন নিজের দখলে নিয়েছেন রেকর্ডটি। তবে ম্যাচে ৬-৪, ৭-৬, ৬-৩ পয়েন্ট ব্যবধানে হেরে ৩য় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় ইসনারকে।

নারীদের এককে এঞ্জেলিক কারবারকে প্রথম সেট থেকেই চাপে রাখে বেলজিয়ামের এলিসা মেরটেন্স। র‍্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা এই বেলজিয়ান প্রথম সেট জেতেন ৬-৪ পয়েন্ট ব্যবধানে। ২য় সেটে কারবার কিছুটা ফিরে আসার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৭-৫ পয়েন্ট ব্যবধানে হেরে বসেন তিনি।

আর দিনের শেষ ম্যাচে ৩য় বাছাই ওন্স জাবেরের জয় পেতে কোনো সমস্যাই হয়নি। প্রথম সেট ৬-২ পয়েন্ট ব্যবধানে জয়ের পর ২য় সেটে ৬-৩ পয়েন্ট ব্যবধানে ইটালির দিয়েন পারিকে হারিয়ে নিশ্চিত করেন ৪র্থ রাউন্ডে খেলা।

জেডআই/

Exit mobile version