Site icon Jamuna Television

কুড়িগ্রামে জালিয়াতি মামলায় উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করেছে পু‌লিশ। শনিবার (২ জুলাই) ২ জুলাই ভোর ৫টায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে জামালপুর আদালতে এক ব্যক্তির সাথে ১২ লাখ টাকার আ‌র্থিক লেনদেন নিয়ে চেক জালিয়াতি সংক্রান্ত এক‌টি মামলা ছিল। মামলা‌টি কু‌ড়িগ্রাম আদালতে আসলে আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতা‌রি পরোয়ানা জা‌রি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে শনিবার তাকে ‌গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: লালমনিরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে শনিবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।

জেডআই/

Exit mobile version