Site icon Jamuna Television

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভিড় বেড়েছে টিকেট প্রত্যাশীদের

ছবি: সংগৃহীত

ইদের টিকেট বিক্রির দ্বিতীয় দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকেট প্রত্যাশীদের ভিড় কিছুটা বেড়েছে।

জানা গেছে, সুশৃঙ্খলভাবেই টিকেট সংগ্রহ করেছেন যাত্রীরা। তবে অনলাইনে টিকেট কাঁটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। সার্ভার জটিলতায় টিকেট কাঁটতে না পেরে কাউন্টারে এসেও ভিড় করছেন অনেক যাত্রী।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় দিনে ১০টি আন্তঃনগর ট্রেনের প্রায় ৭ হাজার টিকেট ছাড়া হয়েছে। আজ দেয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকেট এবং আগামীকাল রোববার (৩ জুলাই) দেয়া হবে ৭ জুলাইয়ের টিকেট।

সরেজমিনে দেখা গেছে, টিকেট কালোবাজারী ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল স্টেশনজুড়ে। ঈদের আগে চাঁদপুরগামী যাত্রীদের চাপ সামলাতে ৮ জুলাই থেকে দুটি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

/এসএইচ

Exit mobile version