Site icon Jamuna Television

ভারতে কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলায় যুবকের কারাদণ্ড

প্রতীকী ছবি

ভারতে ১৩ বছরের এক কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলায় ত্রিশ বছরের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদন অনুযায়ী, মামলাটি ২০১৫ সালের। সেই সময়ে ভুক্তভোগী ওই ছাত্রী অষ্টম শ্রেণিতে পড়তো। তখন থেকেই ওই কিশোরীকে যুবকটি উত্ত্যক্ত করতো বলে অভিযোগ রয়েছে। ওই বছরের ১৭ এপ্রিল কিশোরীটি মায়ের সঙ্গে দোকানে গেলে ফেরার পথে ওই যুবক কিশোরীটির কাছে চলে আসে। পরে, কিশোরী চিৎকার দিলে পালিয়ে যান ওই যুবক।

পরে, কিশোরী তার মাকে জানিয়েছিল, গত ১৫ দিন ধরে ওই ব্যক্তি কিশোরীর পিছু নিচ্ছিল এবং তাকে ‘আই লাভ ইউ’ বলে। এর পরপরই থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। এবং সেই অভিযোগ পেয়ে যুবককে গ্রেফতার করে পুলিশ। সেই মামলাটি শুক্রবার আদালতে উঠলে এই রায় দেন আদালত।

আরও পড়ুন: কুমির বিয়ে করলেন মেক্সিকান মেয়র

তবে অভিযুক্ত যুবক দাবি করেছিল, কিশোরীর বাবা মদ খেয়ে এলাকায় ঝামেলা করতো। এর প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।

জেডআই/

Exit mobile version