Site icon Jamuna Television

পাকিস্তানে বিদ্যুৎ বিভ্রাটের জেরে গোলাগুলি, নিহত ২

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় জেলায় একটি মসজিদে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় জুমার নামাজের পর নামাজিদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এ বাকবিতণ্ডা রূপ নেয় মারাত্মক গোলাগুলিতে। এতে দুইজন নিহত এবং এগারো জন আহত হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানান যায়, লাক্কি মারওয়াত জেলার ইসাক খেলা এলাকার মসজিদে জুমার নামাজের পর একদল নামাজি তাদের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তর্ক করছিল।

পুলিশ জানায়, তর্কাতর্কির এক পর্যায়ে তা রূপ নেয় সহিংস গোলাগুলিতে। এ সময় গোলাগুলিতে ছয় বছরের এক শিশুসহ আহত হয় ১১ জন।

আরও পড়ুন: নূপুর শর্মাকে পুরো দেশের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

এটিএম/

Exit mobile version