Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে লরিতে ৫৩ অভিবাসীর মৃত্যু: কারণ হিসেবে যা বললেন চালক

এই লরিতেই মেলে অভিবাসীদের মৃতদেহ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন প্রত্যাশী ৫৩ অভিবাসীর মৃত্যুর ঘটনায় গাড়ির এসি নষ্ট হবার বিষয়টি টের পাননি চালক। নিরাপত্তা বাহিনীর কাছে দেয়া জবানবন্দীতে এ কথা বলেন তিনি। শুক্রবার (১ জুলাই) এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় বিকল হয়ে পড়ে লরির ভেতরের এসি। সে সময় বিষয়টি বুঝতে পারেননি চালক। এতে প্রচণ্ড গরমে গাড়ির ভেতর দম বন্ধ হয়ে মারা যান অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশী।

এদিকে পাচারে জড়িত অন্যান্যদের গ্রেফতারে চলছে অভিযান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী মৃত্যুর ঘটনা এটি। দোষ প্রমাণ হলে কঠোর সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ইউক্রেনের এই স্যুপ

প্রসঙ্গত, গত ২৭ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের ল্যাকল্যান্ড এয়ার ফোর্স ঘাঁটির কাছে একটি লরির ভেতরে ও পরে হাসপাতলে নেয়ার পথে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়। টেক্সাস অঙ্গরাজ্যের এই শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

জেডআই/

Exit mobile version