Site icon Jamuna Television

ঢাকায় রাষ্ট্রদূত প‌রিবর্তন করছে ভারত, দোরাইস্বামী যাবেন যুক্তরাজ্যে

ঢাকায় রাষ্ট্রদূত প‌রিবর্তন করতে যাচ্ছে ভারত। ঢাকায় দেশ‌টির হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে পারেন সুধাকর ডালেলা। আর বর্তমানে ঢাকায় নিযুক্ত হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাজ্য।

শ‌নিবার (২ জুলাই) ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের বর্তমান হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে যুক্তরাজ্য মিশনের দায়িত্ব দিতে যাচ্ছে মোদি সরকার। আর ঢাকায় দা‌য়িত্ব দেয়া হতে পারে কূটনী‌তিক সুধাকর ডালেলাকে।

বিক্রম কুমার দোরাইস্বামী দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হয়ে আসেন। বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি। ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন বিক্রম কুমার দোরাইস্বামী।

অন্যদিকে, সুধাকর ডালেলা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ১৯৯৩ সালে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এমএন

Exit mobile version