Site icon Jamuna Television

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার মিললো সাড়ে ১৬ বস্তা টাকা, স্বর্ণ ও রৌপ্য

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবারও সবার চক্ষু চড়কগাছ! মিললো সর্বাধিক সাড়ে ১৬ বস্তা দেশি-বিদেশি মুদ্রা। টাকার পরিমাণে যা ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫। পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্যালঙ্কার। একই সঙ্গে মিলেছে মনস্কামনা পূরণের নিয়তে মানতের অসংখ্য চিঠি।

তবে সন্তান কামনায় হিন্দু সম্প্রদায়ের একব্যক্তির লেখা চিঠি ঘিরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। রীতি অনুযায়ী, তিন মাস পরপর এসব বাক্স খোলা হয়। তবে করোনার কারণে ৪ মাস ৬ দিন পর শনিবার তা খোলা হয়েছে।

এসব অর্থ-সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব অর্থ মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের পাশাপাশি হতদরিদ্রদের কল্যানে ব্যয় করা হয়।

এর আগে গত ১২ মার্চ দানবাক্স খুলে পাওয়া যায় ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা। ছিল বিদেশি মুদ্রাসহ স্বর্ণ ও রূপার অলঙ্কারও।

/এমএন

Exit mobile version