Site icon Jamuna Television

সিনেমার পোস্টারে হইচই ফেললেন বিজয়

ছবি: সংগৃহীত

লাইগার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। শনিবার (২ জুলাই) সিনেমাটির পোস্টার নিজের ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেতা। যার পরেই পোস্টারটি রীতিমত হইচই ফেলে দিয়েছে নেদ দুনিয়ায়।

পোস্টারটিতে দেখা যাচ্ছে, বিজয়ের পরনে কোনো পোশাক নেই। হাতে বক্সিং গ্লাভস। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিজয় লিখেছেন, এই সিনেমাটি আমার সবকিছু নিয়ে নিয়েছে। অভিনয়, মানসিক ও শারীরিকভাবে আমার সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।

তবে পোশাক ছাড়া নায়কের উপস্থিতিতে আলোচনা-সমালোচনা উভয়ই হচ্ছে। নেটিজেনদের কেউ কেউ বিজয়ের সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। কেউ আবার বিজয়ের এমন বেশভূষা কটু চোখে দেখছেন।

/এনএএস

Exit mobile version