Site icon Jamuna Television

হাঙরের সাথে লড়াই করে বোনকে বাঁচালো ভাই

ছবি: সংগৃহীত

সমুদ্র সৈকতে সাঁতার কাটার সময় হঠাৎ একটি হাঙর তরুণীর পা কামড়ে ধরে। এ সময় আক্ষরিক অর্থেই হাঙরের সাথে লড়াই করে হাঙরের মুখ থেকে বোনকে বাঁচান তার ভাই। দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অ্যাডিসন বেথিয়া সেখানকার একটি জনপ্রিয় বিচে সাঁতার কাটতে যান। এ সময় একটি হাঙর তার পা কামড়ে ধরে। অ্যাডিসন হাঙরের চোখে খোঁচা দিয়ে এবং হাঙরটিকে ঘুসি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু হাঙরটি তাকে ছাড়েনি বলে তার বাবা শেন বেথিয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছেন।

শেন বেথিয়া ওই পোস্টে আরও বলেন, এ সময় অ্যাডিসনের সাথে তার ভাই রেট উইলিংহামের ছিলেন। রেট একজন অগ্নিনির্বাপক কর্মী। তিনি হাঙ্গরের সাথে লড়াই বোনকে ছিনিয়ে নিয়ে তাকে একটি নিকটবর্তী নৌকায় তোলেন। পায়ে মারাত্মক ক্ষত নিয়ে অ্যাডিসন চিকিৎসাধীন রয়েছেন।

/এনএএস

Exit mobile version