Site icon Jamuna Television

সৌদি যুবরাজের সঙ্গে ফিফা সভাপতির সাক্ষাৎ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। গতকাল শুক্রবার সৌদি আরবের জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেনারেল স্পোর্টস অথরিটি চেয়ারম্যান তুর্কি আল-শেখও উপস্থিত ছিলেন।

গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্ত এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরানি বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।

এরআগে গত বুধবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মন্ত্রিসভার বৈঠকের ছবি প্রকাশিত হয়। এর পরের বৃহস্পতিবার সৌদি ফুটবল দলের সাথে ছবি তোলেন, সেটা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিলো।

Exit mobile version