Site icon Jamuna Television

বন্যায় ঝুঁকির মুখে ৬০ হাজার গর্ভবতী নারী: জাতিসংঘ

সিলেটসহ বন্যা কবলিত ৯ উপজেলায় রয়েছেন ৬০ হাজার গর্ভবতী নারী। এরমধ্যে সাড়ে ৪ হাজার খুব শিগগিরই সন্তান জন্ম দেবেন।

শনিবার (২ জুলাই) সন্ধ্যায় সিলেটে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় জাতিসংঘ। বাংলাদেশে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গুইন লুইস জানান, ঝুঁকিতে থাকা নারীদের নিয়ে কাজ শুরু করেছে ইউএনএফপিএ ও ইউনিসেফ। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি এনজিওর মাধ্যমে প্রাথমিক সহায়তা দিচ্ছে তারা।

বক্তারা তাতে জানান, অন্তত ৭২ লাখ মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকির মুখে রয়েছেন। বলা হয়, আশ্রয়কেন্দ্রে থাকা নারীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেদিকেও সরকারের পাশাপাশি নজর রাখছে তারা।

উল্লেখ্য, আশ্রয় কেন্দ্রগুলোয় এরইমধ্যে প্রসব করেছেন ১৭৭ নারী।

/এমএন

Exit mobile version