Site icon Jamuna Television

রাতের কোনো এক সময় মা ও ছেলেকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) সকালে উপজেলার উজান গোবিন্দপুর এলাকায় এ রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, রাতের কোনো এক সময় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন রাজিয়া সুলতানা কাকলী (৪২) এ তার ছেলে তালহা (৮)। হত্যার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, কারা কী কারণে মা-ছেলেকে জবাই করে হত্যা করেছ তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই মা-ছেলে হত্যার রহস্য উন্মোচন করবে পুলিশ।

এই পুলিশ কর্মকর্তা আজিজুল হক হাওলাদার আরও জানান, কাকলীর স্বামী মারা গেছেন বেশকয়েক বছর আগে। ছেলেকে নিয়ে তিনি একাই থাকতেন। এটি ডাকাতির ঘটনা নাকি অন্যকিছু সেটি তদন্ত শেষ না করে বলতে পারছেন না তিনি। তারা এখন নিহতদের বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version