Site icon Jamuna Television

পদ্মা সেতুতে হাঁটাচলা ও থামার সুযোগ নেই: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পদ্মা সেতু যেভাবে নির্মিত হয়েছে সেখানে হাঁটাচলা ও থামার সুযোগ নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি একথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুতে স্পিড গান ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানোর কাজ চলছে। এই কাজ শেষ হলে মোটরসাইকেলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, পদ্মা সেতুর কারণে রাজধানীতে যেন যানজট না হয়, সেজন্য ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরুর ফিজিবিলিটি শেষ হয়েছে। তিনি আরও বলেন, ঢাকার ভেতরে কারওয়ান বাজারসহ যেসব পাইকারি বাজার রয়েছে তা স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’সহ ক্যামেরা বসবে। এর সাথে, স্পিডগানও বসানো হবে। তারপর মোটরসাইকেলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। পদ্মা সেতুতে কোনো ফুটপাথ রাখা হয়নি। সেখানে হাঁটাচলার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: পদ্মা সেতুর কারণে ঢাকায় বাড়বে গাড়ির চাপ, রিং রোড গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

/এম ই

Exit mobile version