Site icon Jamuna Television

চার ঘণ্টায় শেষ ৭ জুলাইয়ের রেলের আগাম টিকিট

চার ঘণ্টায় শেষ হয়েছে ৭ জুলাইয়ের রেলের আগাম টিকিট বিক্রি। এরইমধ্যে আগামীকাল সোমবারের জন্য লাইনে দাঁড়াতে শুরু করেছেন টিকিট প্রত্যাশীরা।

এর আগে, কমলাপুর রেলস্টেশনে ৭ জুলাইয়ের আগাম টিকিট জন্য প্রায় ৩০ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যারা টিকিট পেয়েছেন তারা বেশ খুশি। কিন্তু অনেকেই ৭ জুলাইয়ের টিকিট পাননি। তাই আগামীকালের টিকিটের জন্য এখন থেকেই অপেক্ষা শুরু করছেন।

নিয়ম অনুযায়ী অর্ধেক অনলাইনে ও বাকি অর্ধেক কাউন্টার দেয়ার কথা থাকলেও অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। টিকিট বিক্রির অব্যবস্থাপনার কথা স্বীকার করে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ভোগান্তি কমাতে চেষ্টা চালানো হচ্ছে। কমলাপুর ছাড়াও রাজধানীর আরও চারটি স্থান থেকে দেয়া হচ্ছে রেলের আগাম টিকিট।

১৩ হাজার ৯০টি টিকিটের জন্য অনলাইনে প্রতি মিনিটে ১৩ লাখ লোক চেষ্টা করে। আর সে কারণেই সার্ভার জটিলতা দেখা দিয়ে টিকিট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

/এমএন

Exit mobile version