Site icon Jamuna Television

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রজব আলী গ্রেফতার

দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী রজব আলী।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কেএম আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৩ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, গত রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র‍্যাবের গোয়েন্দারা রজব আলীকে গ্রেফতার করে। আইন মোতাবেক দণ্ডিত অপরাধীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী রজব আলী দেশে পলাতক থেকে রাষ্ট্র ও স্বাধীনতাবিরোধী সংগঠনের সাথে জড়িত ছিল বলে দাবি করেছে র‍্যাব। ১৯৭১ সালে বৃহত্তর কিশোরগঞ্জ এলাকায় আলবদর বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে রজব আলীর ফাঁসির রায় হয়েছে। ১৯৭২ সালেও তৎকালীন সময়ে একই অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ছিল আসামি রজব আলী।

/এম ই

Exit mobile version