Site icon Jamuna Television

ফরিদপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (৩ জুলাই) দুপুরে মাঝকান্দি -ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কলিমাঝি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারীর দিক থেকে গরু বোঝাই একটি ট্রাক ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলো। দ্রুতগামী ট্রাকটি উপজেলার কলিমাঝি শামসুল হকের ইটের ভাটার নিকট পেছন দিক থেকে অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের যাত্রী উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) ও মেয়ে প্রত্যাশা বিশ্বাস (৭) ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, একটি গরু বোঝাই ট্রাক ভ্যানে থাকা মা মেয়েকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: প্রথমবার পুলিশকে ভুল বুঝিয়ে মুক্তি, বিয়ের আসরে ফের গ্রেফতার

জেডআই/

Exit mobile version