Site icon Jamuna Television

দাপুটে জয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে নাদাল

ছবি: সংগৃহীত

দাপুটে জয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন অন্যতম ফেভারিট রাফায়েল নাদাল। ইতালির লরেঞ্জো সোনেগোকে সরাসরি ৬-১, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন এই স্প্যানিশ।

৩৬ বছর বয়সী রাফায়েল নাদালকে টানা দুই ম্যাচে ৪ সেট খেলেই ৪র্থ রাউন্ডে আসতে হয়েছিল। ধারণা করা হয়েছিল, সোনেগো ভালোই পরীক্ষা নেবেন তার। উল্টো, ৩য় সেটের ৮ম গেমে তার সার্ভিস ব্রেক হওয়া পর্যন্ত কোনো ব্রেক পয়েন্টের মুখোমুখি হতে হয়নি নাদালকে।

সেন্টার কোর্টে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নাদাল। প্রথম সেটে ৬-১ গেমের দাপুটে জয় তুলে নেন এই স্প্যানিশ। দ্বিতীয় সেটেও নাদাল ছিলেন অপ্রতিরোধ্য। এবার ৬-২ গেমের সহজ জয় পান নাদাল। তৃতীয় সেটে কিছুটা লড়াই হয়। শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয় তুলে নেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ভ্যান ডি জ্যান্ডসচাল্প।

আরও পড়ুন: ম্যান ইউ ছাড়তে চান রোনালদো!

/এম ই

Exit mobile version