Site icon Jamuna Television

রাঙামাটিতে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলা থেকে ফেন্সী চাকমা (৩৫) নামে এক পাড়া কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৩ জুলাই) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ উল্টাছড়ি গ্রামের বাড়ি লাশ উদ্ধার করা হয়।

ফেন্সী চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত ইউনিসেফ বাস্তবায়িত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের দক্ষিণ উল্টাছড়ি পাড়াকেন্দ্রের পাড়া কর্মী।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্প সূত্রে জানা গেছে, ফেন্সী চাকমা রাঙামাটি জেলা সদরের বন্দুকভাঙা ইউনিয়নের দেবদাশ চাকমার কন্যা। তার মায়ের নাম স্বর্ণলতা চাকমা। সে দীর্ঘদিন ধরেই লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নের দক্ষিণ উল্টাছড়ি স্থায়ীভাবে বসবাস করে আসছেন এবং স্থানীয় পাড়াকেন্দ্রে নিয়োজিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শুভাশীষ তালুকদার ঘটনার নিশ্চিত করে জানান, লংগদু উপজেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক পূর্ণ মঙ্গল চাকমা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনা প্রসঙ্গে জানতে লংগদু থানার ওসি আরিফুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়ভাবে হত্যা প্রসঙ্গে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, ফেন্সী চাকমা বাড়িতে একাই থাকতেন। হত্যার রহস্য উদঘাটনের দাবি জানান স্থানীয়রা।

জেডআই/

Exit mobile version