Site icon Jamuna Television

ইসিতে ১৪ বিদেশি রাষ্ট্রদূত; দেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়

নির্বাচন কমিশন। ফাইল ছবি।

অংশগ্রহণমূলক নির্বাচন চায় অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনার পরামর্শও দিয়েছেন।

রোববার (৩ জুলাই) ইসি ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে ওইসিডিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠক শেষে এসব কথা বলেছেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্কের রাষ্ট্রদূতও।

ওইসিডি আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ও সহযোগিতায় আগ্রহী বলে এ সময় উল্লেখ করা হয়। বিপরীতে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবসময়ই স্বাগত জানাবে বর্তমান কমিশন। সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনায় গুরুত্ব পেয়েছে আগামী নির্বাচন ও গণতান্ত্রিক মূল্যবোধ।

এর আগে সিইসির সাথে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার।

/এমএন

Exit mobile version