Site icon Jamuna Television

প্রবল বৃষ্টি-যানজট, ঘোড়ায় চড়ে খাবার পৌঁছালেন ডেলিভারি বয়!

ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টিতে গোটা শহরেই প্রায় পানি। কিন্তু নিজের দায়িত্বে অনড় একটি অনলাইন খাবার ডেলিভারি সংস্থার কর্মী। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হয়েছে। ডেলিভারি বয় কোনো এক ব্যক্তির খাবার পৌঁছে দিতে শেষ পর্যন্ত ঘোড়ার সাহায্য নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। খবর নিউজ এইটিন।

ভিডিওতে দেখা যায়, পিঠে খাবার সরবরাহকারী সংস্থার দেয়া ব্যাগ নিয়ে সাদা ঘোড়ায় চেপে চলছেন এক ব্যক্তি। পিছনে কোনো গাড়ি থেকে করা হয়েছে সেই ভিডিও। বৃষ্টিতে কাজের গতি থেমেছে হয়তো, কিন্তু দায়িত্বে অনড় ওই কর্মী ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি দেয়ার উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘একেই বলে শাহি ডেলিভারি।’ আরেকজন লিখেছেন, ‘আশা করি পিৎজা ডেলিভারি করছেন না এই ছেলেটি।’

সপ্তাহের শুরু থেকেই মুম্বাইয়ে তুমুল বৃষ্টি হচ্ছে। দিল্লির আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে। ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version