Site icon Jamuna Television

বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের কাজে সন্তুষ্ট জাতিসংঘ

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

বন্যাকবলিত এলাকায় সরকারের কার্যক্রমে সন্তুষ্ট জাতিসংঘ। রোববার (৩ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

তিনি বলেন, বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সরকারের একার পক্ষে সামলানো সম্ভব নয়। সংকট মোকাবেলায় সরকার ও এনজিও একসাথে কাজ করবে বলেও জানান তিনি। এর আগে গোয়াইনঘাটের নন্দির গাও এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন গুইন লুইস। এ সময় সাথে ছিলেন ডব্লিউএফপি, ইউএনএফপি, ইউনিসেফ প্রতিনিধিরা।

গুইন লুইস আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বন্যাকবলিত এলাকার ভয়াবহ চিত্র আমরা দেখেছি। বিশেষ করে নারী ও শিশুরা খুব ঝুঁকির মধ্যে আছে। তবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের কার্যক্রমে সন্তুষ্ট আমরা।

/এমএন

Exit mobile version