Site icon Jamuna Television

লালমনিরহাটে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

বাংলাদেশ বিমান বাহিনীর আকাশযান থেকে শুরু করে যুদ্ধ সরঞ্জামের উন্নত রক্ষণাবেক্ষণ নিশ্চিতে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)। রোববার (৩ জুলাই) লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। যা উদ্বোধন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

প্রসঙ্গত, ঢাকা ক্যাম্পাস থেকে ২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হলেও এর স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে।

এদিন বিমান বাহিনী প্রধান ক্যাম্পাসে চারা রোপণ করেন। এরপর মোনাজাতে অংশ নেন তিনি। বক্তব্যে এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান আশা প্রকাশ করে বলেন, জ্ঞানভিত্তিক সমাজের বুনিয়াদ গড়তে এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।

বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ঘুরে দেখেন বিভিন্ন কার্যক্রম। প্রথম সেশনের আনুষ্ঠানিক উদ্বোধনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও।

/এমএন

Exit mobile version