Site icon Jamuna Television

মুর্শিদাবাদে জামাই পছন্দ না হওয়ায় ‘ছাগল চোর’ বলে ধাওয়া

প্রতীকী ছবি

মেয়েকে জোর করে বিয়ে করেছেন এমন অভিযোগ তুলে নতুন জামাইকে ‘ছাগল চোর’ আখ্যা দিয়ে গণপিটুনি দিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়া এলাকায়।

রোববার (০৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভুক্তভোগী তরুণের দাবি, সম্প্রতি তিনি বিয়ে করেছেন এক তরুণীকে। কিন্তু সেই বিয়ে মানতে নারাজ তার শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি মিটমাট করার জন্য শনিবার (০২ জুলাই) সন্ধ্যায় দুই পরিবারকে জলঙ্গি থানায় ডাকা হয়। শুরু হয় আলোচনা। কিন্তু সালিশিসভায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি বিপজ্জনক হতে পারে তা আঁচ করেই সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক।

তার অভিযোগ, সেই সময় শ্বশুরবাড়ির লোকজন তাকে ‘ছাগল চোর’ বলে ধাওয়া দেয়। তাদের গাড়ি থামিয়ে ধরে ফেলে। এরপর গণপিটুনি দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে মেয়ের পরিবারের এক সদস্য বলেন, বিয়ের ব্যাপারে কোনো কথা হয়নি। ওই ছেলেটি মেয়েকে অপহরণ করে পালাচ্ছিল। এলাকার লোকজন দেখতে পেয়ে বাধা দিয়েছেন।

/এনএএস

Exit mobile version