Site icon Jamuna Television

ইউক্রেনের স্লোভিয়ানস্কে রুশ হামলায় শিশুসহ নিহত ৬

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনাবহর। রোববার (৩ জুন) প্রাণ হারিয়েছেন এক শিশুসহ কমপক্ষে ৬ জন। খবর আলজাজিরার।

খোদ প্রেসিডেন্টই জানিয়েছেন, হামলায় গুরুতর আহত ২০ বেসামরিক। গভীর রাতে দেয়া ভিডিও বার্তায় তিনি স্বীকার করেন ইউক্রেনের শহরের পর শহর ধ্বংসের মতো অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে রাশিয়ার। দোনবাস এলাকায় সেগুলোর সর্বোচ্চ প্রয়োগ ঘটাচ্ছে পুতিনের সেনাদল। সেটি ঠেকাতে পশ্চিমাদের কাছে আবারও অস্ত্র সহায়তা চাইলেন জেলেনস্কি।

প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি তার ভিডিও বার্তায় বলেন, আবারও স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক, খারকিভে ব্যাপক হামলা চালালো রুশ বাহিনী। এরজন্য, তারা ব্যবহার করেছে মাল্টিপল রকেট লঞ্চার এবং স্মার্জ সিস্টেম। শুধু স্লোভিয়ানস্কেই শিশুসহ প্রাণ হারিয়েছেন ৬ জন। আরও ২০ জন গুরুতর আহত। পশ্চিমা মিত্রদের বলবো- অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করলে; গড়ে তোলা সম্ভব শক্ত প্রতিরোধ।

এদিকে রাশিয়ার দাবি, পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্ক দখলের মাধ্যমে গোটা লুহানস্ক প্রদেশের ওপর তারা প্রতিষ্ঠা করেছে নিয়ন্ত্রণ। গেলো দু’সপ্তাহ ধরে অঞ্চলটির পতন ঘটাতে মরিয়া হয়ে উঠেছিলো রুশ সেনাবহর।

এটিএম/

Exit mobile version