Site icon Jamuna Television

সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে কার্টুন কারখানায় অগ্নিকাণ্ড

ছবি: প্রতীকী

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টুন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী, মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনি বলা যাচ্ছে না।

Exit mobile version