Site icon Jamuna Television

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় মালবাহী ট্রলার ডুবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সীমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ এর ধাক্কায় একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এঘটনায় ট্রলারটির কেউ  নিখোঁজ আছে কিনা সে তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকার অভিমুখে যাচ্ছিল। এ সময় মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সিগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে দু’টি নৌযান মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জ অংশের আলীরটেক নদীর অংশে পৌঁছালে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার কার্যক্রম পরিচালায় ঘটনাস্থলে রয়েছি। তবে ট্রলারের কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক কিংবা জব্দ করা যায়নি।

/এনএএস

Exit mobile version