Site icon Jamuna Television

বিশ্বকাপ গাড়ি!

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার শেষ নেই। ফুটবলের সর্বোচ্চ এই আয়োজন যত ঘনিয়ে আসছে ফুটবল প্রেমীরাও মেতে উঠছেন নানা রকম কর্মকাণ্ডে। ব্রাজিলের সাও পাওলোর এক ফুটবলপ্রেমিক তো বানিয়ে ফেললেন আস্ত একটা বিশ্বকাপ গাড়ি! নিজের ভোক্সওয়াগন ভি ডব্লিউ বিটল গাড়িটি সাজিয়েছেন ফুটবলারদের স্টিকার দিয়ে।

এই ফুটবল ফ্যানের গাড়ি থেকে বাদ পড়েনি কোনো দলের স্টিকার, পড়বেই বা কীভাবে? বিশ্বকাপের দলগুলোর প্রাথমিক স্কোয়াড়ে থাকা প্রায় ১৫০০ ফুটবলারের ঠাঁয় হয়েছে তার গাড়িতে। বিশ্বসেরা তারকাদের ছবি দিয়ে গাড়িটির সামনে থেকে পেছন পর্যন্ত ঢেকে ফেলেছেন তিনি।

এরই মধ্যে ব্রাজিলে ঘুরতে আসা পর্যটকদের নজর কেড়েছে গাড়িটি। এটির সাথে ছবি তোলার হিড়িক পড়ে গেছে। সবাই একে ‘বিশ্বকাপ গাড়ি’ বলে ডাকছে। ইতিমধ্যে স্টিকার সমেত এই গাড়িতে কেনার প্রতি আগ্রহ দেখিয়েছেন অনেকে। তবে আপাতত বিশ্বকাপ গাড়ি বিক্রি করতে চান না এই ব্রাজিলীয় ফুটবল ফ্যান।

আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হয়ে হবে ব্রাজিলের।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version