Site icon Jamuna Television

বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার পরামর্শ পররাষ্ট্র সচিবের

ভিয়েনা কনভেনশন আর শিষ্টাচার মেনে চলতে বিদেশি কূটনীতিকদের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে তারা পরামর্শ দিতেই পারেন, তবে কারোই অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো সুযোগ নেই বিদেশিদের। এছাড়া নির্বাচন কমিশন ঠিক পথেই আছে উল্লেখ করে সচিব বলছেন, আগামী নির্বাচন ভালো হবে।

সংসদ নির্বাচনের বাকি বছর দেড়েক। নির্বাচনকালীন সরকার ইভিএমসহ অনেক ইস্যুতেই বিপরীত মেরুতে রাজনৈতিক দলগুলো। এসবের মাঝে নির্বাচনি আলোচনায় যুক্ত হয়েছেন বিদেশিরা। কমিশনে দেখা করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারা। এর বেশিরভাগই পশ্চিমা দেশের কূটনীতিক। তাদেরকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উন্নয়ন সহযোগী হিসেবে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের মত বিষয়ে সীমারেখা মেনে বন্ধুরাষ্ট্রের কূটনীতিকরা গঠনমূলক সমালোচনা করতে পারেন বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আগের নির্বাচনগুলোতেও গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক ভোটের তাগিদ ছিল বিদেশি কূটনীতিকদের।

/এডব্লিউ

Exit mobile version