Site icon Jamuna Television

হেরে যাওয়া ম্যাচে সাকিবের বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে অনেকটা যেন অসহায় আত্মসমর্পণই করেছে বাংলাদেশ। নিঃসঙ্গ শেরপার মতো সাকিব আল হাসানের লড়াই আসেনি কোনো কাজে। তবে, ব্যক্তিগত এক দুর্দান্ত কীর্তি গড়েছেন বাংলাদেশের এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।

বল হাতে আগেই ১০০ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এদিন প্রবেশ করলেন টি-টোয়েন্টির ২ হাজার রানের ক্লাবে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় টাইগার ব্যাটার হিসেবে দুই হাজারি ক্লাবে প্রবেশ করেছেন সাকিব। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে শত উইকেট ও দুই হাজার রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব।

ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের ১৯তম ওভারে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে। দলের হার এড়াতে না পারলেও নিজের অবদান ঠিকই রেখেছেন সাকিব। এবার দলগত প্রচেষ্টার অপেক্ষা টাইগার শিবিরে।

আরও পড়ুন: বোলারদের দায় ও ব্যাটারদের দলগত চেষ্টার ঘাটতি দেখছেন রিয়াদ

/এম ই

Exit mobile version