Site icon Jamuna Television

বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ

আওয়ামী লীগ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে নেই। অথচ বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, বন্যা আসার পর থেকেই নানা সাহায্য-সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। অথচ বিএনপিরে ত্রাণ কার্যক্রমে বাধা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বন্যায় দুর্গতদের পাশে না দাঁড়িয়ে আবার ত্রাণ কার্যক্রমণে বাধা দিচ্ছে তারা। অভিযোগ করেন, জনগণের ভোগান্তি কমানো তাদের লক্ষ্য নয়, মেগা প্রকল্পের নামে মহাদুর্নীতি করাই তাদের লক্ষ্য।

/এমএন

Exit mobile version