Site icon Jamuna Television

কঠোর গোপনীয়তায় আবারও দুই কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠক

এক মাসের ব্যবধানে আবারও বৈঠক করলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতা। শনিবার বিকেলে কোনো পূর্বঘোষণা ছাড়াই সীমান্ত শহর পানমুনজমে বৈঠকে বসেন কিম জং উন এবং মুন জে ইন।

কড়া গোপনীয়তার মধ্যে ২ ঘণ্টা আলোচনা করেন তারা। দীর্ঘ বিরতির পর গেল মাসে ঐতিহাসিক বৈঠকে বসেন দুই নেতা। সিউল জানিয়েছে, ২৭ এপ্রিলের ওই বৈঠকে হওয়া সমঝোতা বাস্তবায়নের বিষয়ে কথা বলেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতা। রোববার এ বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন দক্ষিণ কোরিয়ার প্রসিডেন্ট মুন জে ইন।

ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের বৈঠকের অনিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। সিঙ্গাপুর বৈঠকের বিষয়ে গেলো দু’দিনে দুই দফা মত পাল্টেছেন ট্রাম্প। প্রথমে বৈঠক বাতিল করলেও ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বৈঠকের সম্ভাবনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version