
রাশিয়ার একটি কার্গো জাহাজ আটক করেছে তুরস্ক। এদিকে ইউক্রেনের অভিযোগ, জাহাজটিতে ইউক্রেনের শস্য চুরি করে নিয়ে যাচ্ছিলো রাশিয়া।
এ অভিযোগ করেন তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। এর আগে, বেশকয়েকবার রুশ পতাকাবাহী ঝিবেক ঝোলি নামের কার্গো জাহাজটিকে আটক করতে তুরস্ককে অনুরোধ জানায় ইউক্রেন। তাদের অনুরোধের ভিত্তিতেই জাহাজটিকে আটক করে তুরস্কের কাস্টম কর্তৃপক্ষ।
সোমবার জাহাজটির ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। তবে এ বিষয়ে এখনও তুরস্কের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি থেকে প্রায় সাড়ে চার হাজার টন শস্য চুরি করে নিজ দেশে নিয়ে যাচ্ছিলো রাশিয়া।
এ বিষয়ে তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল বদনার বলেন, জাহাজটি বর্তমানে তুরস্কের পোর্ট এলাকায় আছে। সোমবার এর ভাগ্য নির্ধারণ করা হবে। আশা করছি, তদন্তকারীরা আমাদের তথ্য-প্রমাণ আমলে নেবে। জাহাজে থাকা সকল পণ্য বাজেয়াপ্ত করবে।
এটিএম/



Leave a reply