Site icon Jamuna Television

একদিনের পেট্রোলও মজুদ নেই শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কায় আর একদিনের পেট্রোলও মজুদ নেই। যেকোনো সময় ফুরিয়ে যাবে জোগান। এ সতর্কবার্তা দিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা।

তিনি জানিয়েছেন, চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটির রিজার্ভে আর মাত্র ৪ হাজার ৬১ টন পেট্রোল আছে। ডিজেলের মজুদও ফুরিয়ে আসছে। রিজার্ভে ডিজেল আছে ১২ হাজার ৭৭৪ টন। এদিকে, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশটিতে পেট্রোলের নতুন কোনো চালান আসার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে ডিজেল আসার কথা রয়েছে।

তবে মন্ত্রী সতর্ক করেছেন, জ্বালানি আমদানি হলেও তার মূল্য পরিশোধের সামর্থ্য নেই তাদের। এর আগে, শ্রীলঙ্কায় জরুরি প্রয়োজন ছাড়া জ্বালানি তেল বিক্রি স্থগিত করা হয়।

/এমএন

Exit mobile version