Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় গরুভর্তি ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুভর্তি ট্রাকচাপায় জান্নাতুল ফেরদৌস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার দেউলির মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল মাওয়া দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের মিঠু মিয়ার মেয়ে। ওই ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালককে। জব্দ করা হয়েছে ট্রাকটি।

স্থানীয়রা জানান, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে দামুড়হুদার অভিমুখে আসছিল একটি গরুভর্তি ট্রাক। এসময় নানীর সাথে রাস্তা পার হতে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে জান্নাতুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় আটক করা হয়েছে ট্রাকচালক বেলাল হোসেনকে। তার বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version