Site icon Jamuna Television

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

ছবি: সংগৃহীত

টিম ভ্যান রিজথোভেনকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। প্রতিপক্ষকে ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ সেটে হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন।

গ্র্যান্ডস্ল্যামে রাফায়েল নাদালের সমান হতে উইম্বলডনকে পাখির চোখ করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। সেই পথে ৬-২ ব্যবধানে সহজেই জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় টিম ভ্যান রিজথোভেন, জোকোভিচকে হারিয়ে দেন ৪-৬ গেমে। অবশ্য তৃতীয় সেটে আবারও ছন্দে ফেরেন ‘দ্য জোকার’। ৬-১ ব্যবধানের পর শেষ সেটে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন এই নাম্বার ওয়ান। কোয়ার্টারে তার প্রতিপক্ষ জ্যানিক সিনার।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, এর আগে কখনো রিজথোভেনের বিপক্ষে খেলিনি। সেন্ট্রাল কোর্টে সে অনেকটাই নতুন মুখ। শক্তিশালী ফোরহ্যান্ড দেখেই ভেবেছিলাম, কাজটা সহজ হবে না। তার গতির সাথে মানিয়ে নিয়ে সময় লেগেছে আমার। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পাড়ায় ভালো লাগছে।

আরও পড়ুন: বেয়ারস্টোর সেঞ্চুরির পরেও ভারতকে হারাতে ইংল্যান্ডের মিরাকলের অপেক্ষা

/এম ই

Exit mobile version