Site icon Jamuna Television

ছয় মাস পেছালো নেশনস কাপ

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না আফ্রিকান নেশনস কাপ ফুটবল। নতুন সূচিতে ছয় মাস পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে আইভরি কোস্টে অনুষ্ঠিত হবে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।

মরক্কোয় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নেশনস কাপের আসর বসবে ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আনুষ্ঠানিক তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এর আগে, ২০২৩ সালের জুনে আসর শুরুর সূচি নির্ধারিত ছিল। তারিখ পরিবর্তন হলেও ঠিক থাকছে আয়োজক শহর। দিদিয়ের দ্রগবার দেশ আইভরিকোস্টে অনুষ্ঠিত হবে এবারের আসর। পাশাপাশি আগামী মৌসুমে আফ্রিকান সুপার লিগ আয়োজনের ঘোষণাও দিয়েছে সিএএফ। ২০২৩ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো মাঠে গড়াবে এই আসর।

আরও পড়ুন: উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

/এম ই

Exit mobile version