Site icon Jamuna Television

ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা স্টেশনে আটকে পড়েছে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন

ইঞ্জিন বিকল হয়ে স্টেশনেই আটকে আছে ট্রেন।

গাইবান্ধা প্রতিনিধি:

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা স্টেশনে আটকে পড়েছে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন। সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে স্টেশনের ১ নম্বর লাইনের উপর আটকা পড়ে ট্রেনটি। দীর্ঘক্ষণ ট্রেনটি আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা স্টেশন মাস্টার (দায়িত্বরত) মো. আব্দুর রশিদ জানান, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ৪১ মিনিটে গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। ৪ মিনিট বিরতির পর ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিকভাবে চেষ্টা করেও ইঞ্জিন স্বাভাবিক করা যায়নি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেনের চালক মনিরুল ইসলাম ফেইলার মোমো দেন।

এ বিষয়ে গাইবান্ধা স্টেশন মাস্টার মো. আবুল কাশেম সরকার বলেন, ট্রেনের ইঞ্জিন বিকলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতোমধ্যে বিকল্প হিসেবে লালমনিরহাট থেকে একটি রিলিফ ইঞ্জিন গাইবান্ধায় পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে স্টেশন থেকে ট্রেনটি রংপুর হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করবে। স্টেশনে ট্রেনটি আটকা পড়ে থাকলেও এ রুটে অন্য কোনো ট্রেন চলাচলে সমস্যা নেই।

এদিকে, তিন ঘণ্টা ধরে আটকা পড়ায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ট্রেন ছেড়ে বিকল্প পথে গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।

এসজেড/

Exit mobile version